Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণের তালিকায় নাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ৫:৫৯ পিএম

ভর্তি পরীক্ষায় অনুপস্থিত থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-১ উপ ইউনিটের ফলাফলে উত্তীর্ণদের তালিকায় স্হান পেয়েছে এক পরীক্ষার্থীর ক্রমিক নম্বর। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পেয়ে সেই পরীক্ষার্থী বিষয়টি জানতে পারে।

গত ৫ নভেম্বর ডি-১ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬ নভেম্বর ফলাফল প্রকাশ করা হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশ নেন ১১৬৭ জন এবং পাস করেন ৩৩০ জন। উত্তীর্ণদের তালিকায় নিজের ক্রমিক নম্বর দেখতে পেয়ে অবাক হন সেই শিক্ষার্থী।

সংশ্লিষ্ট ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ইনকিলাবকে বলেন, ডি-১ উপ ইউনিটের পরীক্ষায় ৪৯২৫৬২ ক্রমিক নম্বরের পরীক্ষার্থী ভুল করে উত্তর পত্রে রোল নম্বরের জায়গায় ৪৯২৫৬২ ক্রমিক নম্বর লিখে আসে। স্বাভাবিক ভাবেই কম্পিউটার এই ভুল ধরতে পারেনি। তবে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণ করলে অবশ্যই ধরা পরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ