Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সূচকের সামান্য পতন

সংশ্লিষ্টরা বলছেন মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ব্যাংক খাতের শেয়ারের উত্থানে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। গতকাল প্রথম দেড় ঘণ্টা সূচকের উত্থান হলেও শেয়ার বিক্রির চাপে শেষ তিন ঘণ্টায় দরপতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট।

ফলে গত সপ্তাহের চার কার্যদিবসে সূচক বৃদ্ধি শেষে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন হলো। বাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের এই অবস্থানকে মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন।
ডিএসইর তথ্য মতে, ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে ৫টির। এর বিপরীতে বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতে শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির, অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমেছে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়াম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং জেনেক্স ইনফোসেস লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ২০ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি শেয়ারের দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ১৪২ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূল্য সংশোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ