Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে নিখোঁজ বিএনপি নেতার লাশ

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাটির মৃত মধু মিয়ার ছেলে ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মইজ উদ্দিনের লাশ গতকাল উদ্ধার করা হয়। ঘোরাদিগার ধনু নদীতে ভোরে স্থানীয়রা নদীতে মাছ ধরতে গেলে, তিন নদীর মহড়ায় লাশ ভাসতে দেখে নিকলী থানায় খবর দেয়া হয়। থানার এসআই আনিসুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মইজ উদ্দিনের লাশের মাথায় ডান হাত ও উরোতে দায়ের কুপের চিহ্ন রয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খুনের ঘটনায় এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা সমীকরণ।
এ বিষয়ে নিকলী থানার ওসি মো. মুনসুর আলী আরিফ জানান, গত ১৮ নভেম্বর রাতে নিখোঁজ মইজ উদ্দিনের লাশ গতকাল উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ইউডি মামলা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ