Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৬ হিফজ শিক্ষার্থীকে সবক প্রদান

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

পবিত্র কুরআন মাজিদের প্রতি যত্নশীল মনোযোগ সহকারে শেখা ও সুন্দর, শুদ্ধভাবে তিলাওয়াত করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেছেন, পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ। ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। হাফেজদের অন্তরে কুরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহি:প্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
গত শনিবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবস্থিত সাওতুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠানে আলেমে দ্বীন বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৬ জন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
সাওতুল কুরআন হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আলহাজ হুমায়ুন কবীর পাহাড়পুরীর সভাপতিত্বে ও কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ (উচ্চ মাধ্যমিক শাখা) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সবক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লার মুরাদনগরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসার সাবেক প্রধানশিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম হাসানপুরী, কোরআনের আলো ইনস্টিটিউটের হাফেজ ক্বারী মাওলানা জহিরুল ইসলাম, চান্দিনা আলআমিন কামিল মাদরাসার প্রধান মোহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী ও কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ