রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গ্রামবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দু’যুবক। গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় কাপ্তাইয়ের ২নং রাইখালী খন্তাকাটা ও পূর্বকোদালা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মো. রানা (২৫) ও মোর্শেদ (২৪) রাতে ২ দোকানে ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনির শিকার হয়। আহত মো. রানা (২৫) পিতা নুরুল আমিন ও মোর্শেদ (২৪) পিতা রাজ্জাক আলী, গ্রাম ছাগলখাইয়া, থানা-চন্দ্রঘোনা।
চন্দ্রঘোনা থানা পুলিশ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী গতকাল জানান, ওরা মোটরসাইকেল যোগে ছিনতাই করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে আহত হয়েছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আহতরা হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।