বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকু- ভাটিয়ারীতে টোবাকো গেইট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ এবং নোটিশ জারির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় ব্যবসায়ী ও এলাকার শতশত নারী-পুরুষ ব্যানার-পেস্টুন নিয়ে তারা প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নেন। প্রতিবাদ সমাবেশে এসময় বক্তারা বলেন, টোবাকো গেইট এলাকায় সওজ কর্তৃক এখানকার পুরনো ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।কিন্তু যুগ যুগ ধরে তারা এখানে ব্যবসা করে আসছেন । তবে সড়ক ও জনপদ বিভাগ এরই মধ্যে দোকান উচ্ছেদের নোটিশ জারি করেছেন। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম সিটি গেইট থেকে শুরুকরে কাঁচপুর ব্রীজ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উভয় পাশে সওজের জায়গায় স্থানীয়রা ব্যবসা-বাণিজ্য করে চলেছেন। কিন্তু এমন অসংখ্য স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ না করে শুধুমাত্র ভাটিয়ারীর টোবাকো গেইট এলাকার ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ করার কারণ কি?। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, ফার্নিচার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ পারভেজ, লৌহজাত সামগ্রী ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, তেল ব্যবসায়ী সমিতির পক্ষে মোঃ রাশেদ, ব্যবসায়ী মোঃ নবী সওদাগর, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির, কোকারিজ ব্যবসায়ী মো: তসলিম মিয়া, ব্যবসায়ী মোঃ জয়নাল, টোবাকো গেইট বাজার ব্যবসায়ী মোঃ রবি সওদাগর, মোঃ মিন্টুসহ ।বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন ভাটিয়ারী টোবাকো গেইট এলাকার স্থানীয় ও ব্যবসায়ীরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।