Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাউজানে সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাউজান নোয়াপাড়া সেকশান টু সড়কের পূর্ব গুজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুরাতন রঘুনন্দন চৌধুরী হাটের পূর্বে এক তরুনীর লাশ দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের ধারণা তরুণীর বয়স আনুমানিক ২৪-২৫ বছর হবে। পরনে রয়েছে সাদা সেলোয়ার কামিজ, প্যান্ট, গলায় লাল রঙের উড়না দিয়ে পেছানো। স্থানীয়রা জানান সকাল ৭টার দিকে এক সিএনজি অটোরিক্সা চালক ওই তরুণীর লাশটি ঝোপে পড়ে থাকতে দেখে। পরে সে রাউজান থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারে কাজ শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ঐ তরুণীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনেরও চেষ্টা চলছে। এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। লাশ সুরতহাল করা হচ্ছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানা যাবে। পরে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ কবীর আহম্মেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ