Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

গতকাল শনিবার দুপুরে জেলার কালকিনির গোপালপুর বাস কাউন্টারের সামনে তল্লাশীকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় তাদের দখল থেকে ৫৯০ পিস বোতল ফেনসিডিল, মাদক পাচারের কাজে বহন করা ১টি ট্রাক, মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা হচ্ছে মো. সেলিম রেজা (৫১) মো. মাসুদ রানা (২০)। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। র‌্যাব-৮ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের ও জব্দকৃত মাদক ও আলামত কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, মাদক আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ