Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে বিএনপি নেতা নিখোঁজ

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ৮:৩১ পিএম

নিকলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মইজ উদ্দিন

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরেননি মইজ উদ্দিন (৫০)।নিখোঁজ মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মইজ উদ্দিন পেশাগত জীবনে ডিজেল ইঞ্জিন মেকানিক, হাঁস পালন ও মাছ ধরার কাজ করতেন। তিনি সিংহপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এলাকার অশীতিপর বৃদ্ধ আবু বাকার মিয়া জানান, মইজউদ্দিন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন, কারো সাথে কোন শত্রুতা ছিলনা তার। তবে উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত ছিলেন। প্রায়ই নিজে নিজেই মাথায় পানি ঢালতেন। নিখোঁজ মইজ উদ্দিনের শ্যালক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রতিদিনকার মতো রাত সাড়ে ১২ টার দিকে জাল দিয়ে মাছ ধরতে নৌকা নিয়ে ধনু নদীতে যায়। পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন সাড়ে ৩ টার দিকে নদীতে এগিয়ে গেলে শুধু তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখেন।
এদিকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় জনমনে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃমনসুর আরিফ এপ্রতিনিধি কে জানান, থানায় জিডি করা হয়েছে। নদীতে জাল ফেলে খুঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। নিখোঁজের ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও কোন হদিস না পাওয়া পরিবারের লোকজনের মধ্যে হতাশা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ