Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক টাকায় শিঙাড়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১০:৫৪ এএম

প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আলু, পেঁয়াজ ও তেলের দাম বাড়লেও মোশাররফ হোসেনের এক টাকার শিঙাড়ার দামে কোনো প্রভাব পড়েনি। দাম এক টাকায় রয়ে গেছে। ৩০ বছর ধরে তিনি এক টাকা দামেই শিঙাড়া বিক্রি করছেন।

ঝিনাইদহের শৈলকুপা থানার ত্রিবেণীর মর্গান নদীর তীরে মোশাররফ হোসেনের এক টাকার শিঙাড়ার দোকান। শহর থেকে ২৪ কিলোমিটার দূরে প্রত্যন্ত এক অঞ্চলে দোকানটির অবস্থান। এখানেই তিন দশক ধরে এক টাকার শিঙাড়া বিক্রি করছেন তিনি। প্রতিদিন কয়েক হাজার শিঙাড়া বিক্রি হয়।

মোশারফ হোসেনের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। শিঙাড়া বিক্রির লাভের টাকা দিয়ে ভালোভাবেই চলছে তার সংসার। শিঙাড়া বিক্রি করে কিনেছেন কয়েক বিঘা জমি। হাকিয়েছেন একতলা বাড়ি। বাজারে আরও দুটি দোকান, মাছের পুকুর ও কয়েকটি গরু রয়েছে। সব মিলিয়ে ভালোভাবেই চলছে তার সংসার।



 

Show all comments
  • Ismail hossain ২০ নভেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম says : 0
    ma sha Allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ