বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে খুলনায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেড়মাস ব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্ধোধনকালে বিএনপি'র কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, এই অনির্বাচিত মিডনাইট সরকার দেশের প্রতিটি সেক্টরে দূর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। চালের কেজি ১০ টাকায় খাওয়ানোর কথা বলে এখন সেই চাল ৭৫-৮০ টাকায় খাওয়াচ্ছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগনের ক্রয়সীমার বাহিরে যেয়ে তা এখন সাধারণ মানুষের জন্য নাভিশ্বাস হয়ে গেছে। শিল্পাঞ্চল অধ্যুষিত খুলনার খালিশপুর এলাকার শিল্প কল কারখানাগুলো বন্ধ করে এই অবৈধ সরকার শ্রমিকদের জীবন অসহনীয় করে তুলেছে। শ্রমিকরা এখন খাদ্য আর বাসস্থানের অভাবে মানবেতর জীবন-যাপন করছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না। সরকার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের ভোটের অধিকারের পাশাপাশি ভাতের অধিকারও কেড়ে নিতে চায়।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার চিত্রালী সুপার মার্কেট থেকে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খালিশপুর থানা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন।
খালিশপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম জিয়ার সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহিনুল ইসলাম পাখি, খান জুলফিকার আলী জুলু, শফিকুল আলম তুহিন, মনিরুল ইসলাম বাপ্পী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, শেখ সাদী, মুরশিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, সুলতান মাহমুদ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, মিরাজুর রহমান মিরাজ, কেএম হুমায়ুন কবির, মতলুবুর রহমান মিতুল, হাবিবুর রহমান বিশ্বাস, নিঘাত সীমা, তসলিম উদ্দীন মাস্টার, কালু কোরাইশী, আব্দুল মতিন বাচ্চু, মশিউর রহমান খোকন, শামসুজ্জোহা ডিয়ার, সালাম সরদার, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ মিজানুর রহমান,নিশাত জামান, আবু সাইদ চেয়ারম্যান, রবিউল ইসলাম রুবেল, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু, মোল্লা সোহেল, সোলায়মান মোল্লা, ইঞ্জিঃ শাহিনউদ্দীন, মাহামুদ হাসান বিপ্লব, গাজী সালাউদ্দিন, আমিন আহমেদ, এম এম জসিম, মঈনউদ্দিন নয়ন, খায়রুজ্জামান শামীম, সামাদ বিশ্বাস, নাজমুল হোসেন বাবু, মাহবুবুর রহমান, নাসিম আহমেদ ইমন, মিজানুর রহমান টুলু, পিয়ার সুমন প্রমুখ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।