বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়ায় আওয়ামী লীগ থেকে ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দারের নৌকা প্রতীক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনে কাজ করার প্রমান পাওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে সাময়িক ভাবে দল থেকে বহিষ্কার করা হয়। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি খান নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সরদার, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম গাজী, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার,৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লাভলু সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম খান, সদস্য খান আবু বক্কার, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খান রফিকুল ইসলাম।
প্রসঙ্গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে সদর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর বুলুর কাছে পরাজিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।