Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরে বিচারিক আদালতের দুই সপ্তাহ ছুটি বাতিল

ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বিচারিক আদালতে চলতি বছরের বার্ষিক ছুটি থেকে ১৫ দিন (দুই সপ্তাহ) বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বিকেল ৪টা থেকে ৫০ মিনিট ধরে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ অংশ নেন।
সভার সিদ্ধান্তক্রমে দেশের অধস্তন বিচারিক আদালতে ২০২১ সালের বার্ষিক ছুটি থেকে ১৫ দিন (ডিসেম্বরের ৩০ দিনের মধ্য থেকে) বাতিল করা হয়। চলতি বছরের শেষ মাস অর্থাৎ আগামী ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন অধস্তন আদালতে ছুটি থাকবে। ডিসেম্বরের প্রথম ১৫ দিন আদালত খোলা থাকবে। সভাসূত্র জানায়, ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারি করার সিদ্ধান্ত হয়েছে। দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন বিচারক কামরুন্নাহার ইস্যুতে মানববন্ধন করে। বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরণের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে। প্রসঙ্গত: ‘ফুলকোর্ট সভা’ বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এ সভায় অন্যান্য বিচারপতিগণের মতামত গ্রহণ করে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ