Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও কাশ্মিরী শাল উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৬:২৬ পিএম


খুলনার রূপসা সেতুর নিচে, নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী-কাপড় ও কাশ্মিরী শাল জব্দ করেছে র‌্যাব-৬। আজ বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার রাতে একটি ইঞ্জিন চালিত ট্রলার ভর্তি এসব চোরাচালানী জব্দ করা হয়।
জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে- ১ হাজার ৭২১ পিস ভারতীয় শাড়ী, ৫২০ পিস ভারতীয় শাল, ৬০ পিস লেহেঙ্গা, ইঞ্জিন। জব্দকৃত মালামালের বাজার মূল্য এক কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাব চোরাচালানের সাথে সম্পৃক্ত সকল ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ