Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মধুমতি ব্যাংক এবং ডে-কেয়ার ও প্রি-স্কুল চষধু ঞড় খবধৎহ-এর মধ্যে চুক্তি

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি মধুমতি ব্যাংক লিমিটেড এবং ডে-কেয়ার ও প্রি-স্কুল “চষধু ঞড় খবধৎহ”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মধুমতি ব্যাংকের এসএমই ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাহীন হাওলাদার এবং চষধু ঞড় খবধৎহ-এর স্বত্বাধিকারী ও সিইও শামস জেরিন সুরাইয়া ফেরদৌসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ডের গ্রাহকগণ “চষধু ঞড় খবধৎহ”-এর ডে-কেয়ার, প্রি-স্কুল এবং সকল প্রশিক্ষণের উপর বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে, পাশাপাশি “চষধু ঞড় খবধৎহ” তাঁর শিক্ষার্থীদের মধুমতি ব্যাংকের স্কুল ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করবে। এ সময় ব্যাংকের গুলশান শাখার শাখা ব্যবস্থাপক নাইম মোঃ আব্দুর রশিদ, এসইভিপিসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধুমতি ব্যাংক এবং ডে-কেয়ার ও প্রি-স্কুল চষধু ঞড় খবধৎহ-এর মধ্যে চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ