বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে এক পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছেন। গ্রেফতার মুন্সী আজমীর হোসেন (৩৫) নগরীর বাকলিয়া থানার বলীরহাট ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে। গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে সোমবার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা ইয়াবা বিক্রেতা শাহ আলমের কাছ থেকে সে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় এক মাদক বিক্রেতার কাছে হস্তান্তরের জন্য যাচ্ছিলেন তিনি। গ্রেফতার আজমীর ও পলাতক শাহ আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাশ বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলাটি দায়ের করেছেন।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, আজমীর বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। সোমবার ভোর ৬টা পর্যন্ত সে ডিউটিতে ছিল। এরপর আট ঘণ্টার বিশ্রামে ছিল। কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বিশ্রামের ফাঁকে সে ইয়াবা নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।