Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফুলকোর্ট সভা ডেকেছেন আজ (বুধবার)। এ সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ অংশ নেবেন। গত সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ফুলকোর্ট সভায় অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানি আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি ও অধস্তন দেওয়ানি আদালতগুলো ২০২২ সালের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত আলোচ্যসূচিতে রাখা হয়েছে। ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ