Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারাজের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

: ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ দুই কর্মকর্তা হলেন- প্রতিষ্ঠানটির স্টক স্টেক হোল্ডার শামসুল ইসলাম মাসুদ ও হেড অব কমার্শিয়াল কামরুল ইসলাম। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে দুপুর পৌনে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, দারাজের অভিযোগের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। দুই কর্মকর্তাকে সিআইডি কার্যালয়ে আসতে বলা হয়েছিলো। তারা গতকাল এসেছিলো এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের কাছে কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে, কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে। এ বিষয়ে আগামীতে আবারও তাদের তলব করা হবে।

সিআইডির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় নয় হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগে দারাজের বিরুদ্ধে তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির এ দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে এদিন সিআইডিতে ডাকা হয়েছিল। সিআইডির তদন্ত ছাড়াও আরও একাধিক সংস্থা দারাজের ভার্চুয়াল পণ্য বিক্রির আইনি দিক খতিয়ে দেখছে। একইসঙ্গে তাদের পণ্য বিক্রির তথ্য-উপাত্ত চাওয়া হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ১১/১১ ক্যাম্পেইন পরিচালনা করায় দারাজকে শোকজ নোটিশও দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত চালিয়ে দারাজের অনুমোদনহীন অবৈধ পণ্য বিক্রির প্রমাণ পায় সিআইডি।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট দারাজের বিরুদ্ধে নানামুখী তদন্ত শুরু করে। অবৈধ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় সিআইডি গত ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দারাজের ব্যাংক হিসাব তলব করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দারাজে মোবাইল ফোন, জামা-কাপড় কিংবা ভোগ্যপণ্য বিক্রি হয় মূলত ১০ শতাংশ। আর ৯০ ভাগই ভার্চুয়াল পণ্য। এটাই তাদের মূল ব্যবসা। গত এক বছরে অনলাইন প্লাটফর্ম দারাজে প্রায় নয় হাজার কোটি টাকার ভার্চুয়াল পণ্য বিক্রি হয়েছে। যে পণ্যগুলোর আদতে কোনো অনুমোদন নেই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ