Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার সুন্দরগঞ্জে সাত জন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন ইউনিয়নের আ.লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিপরীতে নির্বাচনে অংশ গ্রহণ করায় ৭ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয়ভাবে চূড়ান্ত বহিস্কারের সিন্ধান্ত গৃহিত হয়েছে।
গত সোমবার উপজেলা আ.লীগের দলীয় ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী দলীয় কার্যালয়ে বহিস্কৃত সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ যুগ্মআহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, যুগ্মআহবায়ক হাফিজা বেগম কাকলী, আহসান আজিজ সরদার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, সফিউল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গণেশ শীল, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, সাবেক কাউন্সিল সাজু মিয়া প্রমুখ। আ.লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ‘ঠ’ ধারা মোতাবেক দলীয় শৃংঙ্খলা ভঙের অপরাধে তাদের বহিস্কার করা হয়। যাদেরকে বহিস্কার করা হয়েছে তারা হলেন বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাবেদ, সোনারায় ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি সৈয়দ বদিরুল আহসান সেলিম, বেলকা ইউনিয়ন আ.লীগ সদস্য জহুরুল হক সরদার, রামজীবন ইউনিয়ন আ.লীগ যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হুদা, ধোপাডাঙ্গা ইউনিয়ন আ.লীগ কুপন সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী সুজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন আ.লীগ কুপন সদস্য দুর্লভ চন্দ্র মন্ডল, কাপাসিয়া ইউনিয়ন আ.লীগ কুপন সদস্য মনজু মিয়া। এর আগে গত ৭ নভেম্বর বহিস্কৃত সদস্যগণকে প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় মনোনীত প্রার্থীর সাথে কাজ করার আহবান জানানো হয়। কিন্তু তারা উপজেলা কমিটির সিন্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাদেরকে চুড়ান্ত বহিস্কার করা হয়। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী বিষয়টি নিশ্চিত করেন।
মির্জাগঞ্জে পাঁচ জন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে তৃতীয় ধাপের আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহন করায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পাঁচ নেতাকে আ.লীগ থেকে স্থায়ী বাহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখলী জেলা আ.লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন, উপজেলা আ.লীগের উপদেষ্টা আবদুল মালেক আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বশার নসির, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক, সহ- সভাপতি আবদুল আজিজ হাওলাদার ।
জানা যায়, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাধবখালী ইউনিয়ন থেকে আবদুল মালেক আকন আনারস ও বর্তমান চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম চশমা, মির্জাগঞ্জ থেকে আবুল বশার নাসির আনারস, আমড়াগাছিয়া ইউনিয়ন থেকে আনোয়ার হোসেন বাবুল মল্লিক আনারস এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ হাওলাদার আনারস প্রতীকে নির্বাচন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ