রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইয়েদুজ্জামানের অবসর জনিত এবং উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর মো. ফিরোজ মিয়ার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে পৌর শহরের মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশারের (অঃদাঃ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এআরএম মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া রিসোর্স সেন্টার’র ইন্সট্রাক্টর মো. হেমায়েত উদ্দিন, সহকারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম বজলুল করিম এবং মো. রফিকুল ইসলাম। এসময় কলাপাড়া উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইয়েদুজ্জামান এবং উপজেলা ইনস্ট্রাক্টর মো. ফিরোজ মিয়ার দ্বায়িত্ব পালনকালে ভালো কাজের প্রশংসা করেন। সেই সাথে তাদের ভবিষ্যৎ সুখী এবং সুন্দর জীবন কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।