Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্কোয়াড’ দিয়ে ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বলিউডে অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বলিউডের এক সময়ে ডাকসাইটে ভিলেন ড্যানি ডেনজংপার ছেলে রিনজিং ডেনজংপার অভিষেক ফিল্ম ‘স্কোয়াড’ মুক্তি পেয়েছে স¤প্রতি।অ্যাকশন ধারার ফিল্মটি প্রযোজনা করেছে জিফাইভ স্টুডিওস এবং ইন্ডিয়ান মিডিয়া এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নীলেশ সাহে। প্রধান দুই ভূমিকার অন্যটিতে অভিনয় করেছেন মালবিকা রাজ। এটি নায়িকা হিসেবে মালবিকার প্রথম ফিল্ম, তবে তিনি এর আগে ‘কাভি খুশি কাভি গাম’ ফিল্মে কারিনা কাপুর রূপায়িত চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন। দিশিতা জৈন রূপায়িত এক ছোট মেয়ে (দিশিতা জৈন) কাহিনীর কেন্দ্রে থাকবে। রিনজিং অভিনয় করেছেন ভারতীয় সেনা বাহিনীর এক দুর্র্ধষ কমান্ডোর ভূমিকায় যার সঙ্গে সেই ছোট মেয়েটির বন্ধুত্ব হয়। মুক্তিপ্রাপ্ত ট্রেলারে এমআই-৮ হেলিকপ্টারের কিছু শ্বাসরুদ্ধকর ধাওয়ার দৃশ্য দেখান হয়েছে। পরিচালক বলেছেন, “প্যানডেমিকের কারণে অনেক চ্যালেঞ্জ মোকাবেলার পর আমরা কাজ শেষ করতে পেরেছি। অনেক ভালবাসা আর ঘাম দিয়ে পুরো টিম এটি নির্মাণ করেছি। রিনজিং, মালবিকা আর দিশিতাও অনেক খেটেছে। রিনজিং বলেন : অধীর আগ্রহ নিয়ে দর্শকদের সাড়া জানার অপেক্ষায় আছি। জিফাইভে দেখান হবে ফিল্মটি। ব্যক্তিগতভাবে ‘স্কোয়াড’ নির্মাণ প্রক্রিয়ায় আমি অনেক কিছু শিখেছি।” ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ফিল্মের স্টান্ট কোঅর্ডিনেটর কিয়ার বেক ‘স্কোয়াড’ ফিল্মটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। উপরোল্লেখিত তিনজন ছাড়া মোহন কাপুর, অমিত গৌড়, এবং অন্যরা ফিল্মটিতে অভিনয় করেছেন। ১২ নভেম্বর থেকে জিফাইভে ফিল্মটি স্ট্রিম হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ