Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়ের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-মালিহাতা গ্রামের ভাড়াটিয়া রিকশাচালক বাচ্চু মিয়ার স্ত্রী শরুফা আক্তার (৩০) ও তাদের মেয়ে মারুফা আক্তার (১০)।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাস জানান, দুপুরে নিজেদের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে বাচ্চু মিয়া পলাতক। পারিবারিক কলহের জের ধরে তিনিই স্ত্রী ও মেয়েকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ