Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেইসবুক আইডি থেকে প্রেমের ফাঁদে ফেলে দুই প্রবাসীর ১২লাখ টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ের রুবেল নামে এক প্রতারকের বিরুদ্ধে

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৪:১৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খোলে সুন্দরী তরুণীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে দুই প্রবাসীর কাছ থেকে বার লাখ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে রুবেল মৃধা নামে জনৈক যুবকের বিরুদ্ধে।তার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে।শালিসে প্রতারণা করে টাকা আতœসাতের সত্যতা প্রমান পাওয়া গেলেও রুবেল মৃধার বড় ভাই রাজারবাগ পুলিশ লাইনের কনষ্টেবল রাসেল মৃধার দাপটে প্রতারিতরা সুবিচার পাচ্ছেনা।
অভিযোগে জানা গেছে ,উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের মোঃ রহুল আমিন মৃধার ছেলে রুবেল মৃধা।সংসারের অভাব অনটন দূর করতে প্রায় দুই বছর আগে চাকরি নিয়ে সৌদি আরবে চলে যান।সেখানে মদিনা শহরে একটি কোম্পানিতে লেবার পদে কাজ করত সে।কিছু দিন চাকরি করার পর প্রবাসী বাংলাদেশী সঙ্গে প্রতারণা করে মদিনা শহর ছেড়ে রিয়াদে পালিয়ে আসে রুবেল মৃধা।রিয়াদে এসে পরিচয় হয় লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামের কামাল উদ্দিন লিটনের সঙ্গে।এখানে এসে তার সঙ্গে গড়ে তোলেন সখ্যতা।প্রতারণা আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রুবেল মৃধা নিজে এবং ‘ডাক্তার সাদিয়া আক্তার’(কানাডা প্রবাসি) ও ‘হঠাত দেখা,হঠাত দেখা’ নামে সুন্দরী তরুণীদের দিয়ে দুইটি ভুয়া আইডি খোলেন।এসব আইডি থেকে কামাল উদ্দিন লিটনসহ রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বন্ধুত্ব সর্ম্পক করেন রুবেল মৃধা।‘ডাক্তার সাদিয়া আক্তার’নামের আইডিটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী লিখে তাতে বসবাস টঙ্গী এলাকায় উল্লেখ করা হয়।‘হঠাত দেখা,হঠাত দেখা’নামে অপর আইডি ময়মনসিংহের ফুলপুর হাই স্কুলের শিক্ষিকার ঠিকানা উল্লেখ করে জনৈক সুন্দরী তরুণীর ছবি ব্যবহার করে সে।সৌদি প্রবাসী বাংলাদেশীদের টার্গেট করে রুবেল মৃধা ঔসব আইডি থেকে বন্ধুত্বের সর্ম্পক গড়ে তোলে।বন্ধুত্বের পর তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
প্রবাসী কামাল উদ্দিন লিটন অভিযোগ করে বলেন,‘ডাক্তার সাদিয়া আক্তার’ নামে ফেইসবুক আইডি ব্যবহারকারীকে(রুবেল মৃধার পরিচালিত ফেইসবুক আইডি) তার চাচাত বোন পরিচয়ে দিয়ে আমার সঙ্গে বন্ধুত্বে সর্ম্পক করে দেন রুবেল মৃধা।বন্ধুত্ব থেকে ঔ আইডি থেকে তরুণীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এবং আমাকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করে আট লাখ টাকা হাতিয়ে সুকৌশলে দেশে চলে যায় সে।স্বজনরা টাকা উদ্ধারের জন্য রুবেলের মৃধার কাছে যোগাযোগের চেষ্টা করলে তার বড় ভাই রাজারবাগ পুলিশ লাইনের কনষ্টেবল রাসেল মৃধা উল্টো তাদের হুমকীদেয়।
একই অভিযোগ সৌদি প্রবাসী কুমিল্লা জেলা শহরের জাহাঙ্গীর আলমের।তিনি অভিযোগ করে বলেন,রুবেল মৃধা ‘ডাক্তার সাদিয়া আক্তার’ ও ‘হঠাত দেখা,হঠাত দেখা’ নামে দুইটি ভুয়া ফেইসবুক আইডি থেকে তরুণীদের দিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব সর্ম্পক করেন।বন্ধুত্বের পর প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয় রুবেল মৃধা।টাকা হাতিয়ে নেয়ার সময় দেশের গ্রামীণফোনের একটি বিকাশ নাম্বার ব্যবহারকরা হয়।বর্তমানে ঔ নাম্বারটি রুবেল মৃধার বোন ব্যবহার করছেন। জাহাঙ্গীর আলম অভিযোগ করে আরও বলেন,রুবেল মৃধার আচার আচরণে মনে হয় সে কোন জঙ্গীগোষ্ঠি সংগঠনের সাথে জড়িত এবং তার সঙ্গে ঔসব তরুণীরা সমপৃক্ত।
ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন,রুবেল মৃধা প্রকৃত পক্ষে একজন প্রতারক।‘ডাক্তার সাদিয়া আক্তার’ ও ‘হঠাত দেখা,হঠাত দেখা’ নামে দুইটি ভুয়া ফেইসবুক আইডি সুন্দরী তরুণীদের দিয়ে পরিচালনা করত রুবেল মৃধা।ঔসব ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে আনে সে।
টাকা উদ্ধারের জন্য গত ২৭অক্টোবর পৌর শহরের চাঁদনী মোড় পুরাতন হাসপাতাল কক্ষে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।শালিসে রুবেল মৃধা প্রতারণা করে টাকা আতœসাতের ঘটনাটি উপস্থিত সকলের কাছে প্রমানিত হলেও তার বড় ভাই পুলিশ কনষ্টেবল রাসেল মৃধা ও ভগ্নিপতি রইছ উদ্দিনের কারণে ধারাশায়ী হয়ে যায়।তাই এবিষয়ে উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন প্রতারণার শিকার ঔসব 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ