বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাবি সংবাদদাতা : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ফি পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল ৯টায় শাবি ভিসি ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রেজিস্টার ইশফাকুল হোসেন। একাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
সিদ্ধান্তে বলা হয় যে, পূর্বের নির্ধারিত আবেদন ফি ‘এ’ ও ‘বি১’ ইউনিটের ১০০০টাকার স্থলে ৮০০টাকা এবং ‘বি২’ ইউনিটের ১২০০টাকার স্থলে ৯০০টাকা পুনঃনির্ধারণ করা হলো। এছাড়া এ পর্যন্ত যারা আবেদন করেছে তাদের বর্ধিত ফি ফেরত দেওয়া হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব বেলায়েত হোসেন জানান, ইতিমধ্যে টেলিটককে নতুন নির্ধারিত ফি নিতে বলা হয়েছে। যারা বর্ধিত ফি দিয়ে আবেদন করেছে তাদের টাকা সহজ উপায়ে অতিদ্রুত ফেরত দেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করেছে ‘ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা প্রশাসনের কাছে দুই দফা পেশ করেন। দাবিগুলো হলো- এবছর থেকে শিক্ষার্থীদের ভর্তি ফি, ক্রেডিট ফি না বাড়ানো এবং আগামী ৫বছর মধ্যে আবেদন ফি না বাড়ানো। এর পাশাপাশি তারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির কাছে অনুরোধ করে। এছাড়া শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোস্তাক মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবেদন ফি হ্রাস করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভর্তি কমিটিকে ধন্যবাদ জানান।
উল্লেখ, এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ফি গত বছরের তুলনায় ৩৩ শতাংশ ফি বৃদ্ধি করায় আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।