Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১:০৩ পিএম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফকির আহম্মদ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। ফকির আহম্মদ মীরসরাই পৌরসভা বিএনপির সভাপতি ছিলেন। তার বাড়ি মীরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়ায়। মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ অক্টোবর ফকির আহম্মদ কারাবন্দি হন। তিনি মেঘনা ৩-এ কারাবন্দি ছিলেন। আজ সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টায় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ১৯৭৮ সাল থেকে বিএনপির (জাগদল) প্রতিষ্ঠালগ্ন থেকে ফকির আহম্মদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালের পর থেকে তাকে একাধিকবার হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছিলেন দক্ষ একজন সংগঠক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ