Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহেলের মুক্তি দাবিতে রংপুরে হরতালের ডাক

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে রংপুরে হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করা হবে।

বুধবার সকালে রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।

গত ৯ অক্টোবর আত্মসমর্পণ করে নাশকতার ৪১ মামলায় জামিন আবেদন করেন হাবিব-উন-নবী খান সোহেল। তার জামিন নাকচ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ২৪টি মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় লিখিত বক্তব্যে আফতাব হোসেন বলেন, ‘অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের খুন, গুম, লুটপাট নিত্যদিনের ঘটনা। তাদের দুঃশাসনের শিকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীসহ রংপুরের কৃতী সন্তান হাবিব-উন-নবী খান সোহেল। তার নামে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬০টি মামলা দিয়ে তাকে জেলে বন্দী করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘বর্তমান ভোটার বিহীন তাবেদার সরকারের রোষানল থেকে সোহেলসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল রংপুরে অর্ধদিবস হরতাল পালিত হবে।’ কর্মসূচি সফল করতে

বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ রংপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক পৌর বিএনপির সভাপতি কাওছার জামান বাবলা, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজুলর রহমান বাদল, বিএনপি নেতা এমদাদ, আনিছুর রহমান, শফি কামালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ