Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ ঘণ্টা পর যশোরে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : দীর্ঘ ৫ ঘণ্টা পর যশোরের সিঙ্গিয়ায় লাইনচ্যুত রেলের বগি তোলা হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে দেশের অন্য জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে আসা রিলিফ ট্রেনটির লাইনচ্যুত বগি স্বাভাবিক লাইনে আনা হয়। এরপর যশোরে আটকে থাকা এবং খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোর চলাচল শুরু হয়। প্রসঙ্গত, বুধবার ভোর সাড়ে চারটার দিকে পাথর বোঝাই একটি মালবাহী রেলের বগি সিঙ্গিয়ায় লাইনচ্যুত হয়।

পাথর আনলোড করার জন্যে রেল শান্টিং করার সময় তা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে এই রেলসড়কে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় খুলনামুখী চিত্রা, সীমান্ত এবং একটি মালগাড়ি আটকে যায়। অপরদিকে, খুলনা থেকে ছেড়ে আসার অপেক্ষায় ছিল কপোতাক্ষ, রূপসা এবং বেনাপোলগামী কমিউটার ট্রেন। সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা কাজ করার পর মালগাড়ির বগিটি স্বাভাবিক পর্যায়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ