Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ক্ষেত ধ্বংস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে রাঙামাটি জেলার কাউখালীতে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমা (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধ্বংষ করা হয়েছে একটি গাঁজার ক্ষেত। গতকাল সোমবার সকালে কাউখালী থানাধীন জেবাছড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার জ্যোতিমান চাকমা কাউখালী থানার জেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।
র‌্যাব জানায়, জেবাছড়ি এলাকায় গাঁজা ক্ষেত থেকে গাঁজা শুকিয়ে বাজারজাত করার জন্য সংরক্ষণ করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। একপর্যায়ে সেখান থেকে সাড়ে ৫ হাজার কেজি গাঁজাসহ জ্যোতিমান চাকমাকে গ্রেফতার করা হয়। পরে তার চাষকৃত একটি গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি ও ৩০ মার্চ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ২৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুইটি গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। ৯ ফেব্রæয়ারি রাঙামাটির কাউখালী থানাধীন ফটিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৮২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে একটি গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ