রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন দ্বীনি শিক্ষা ছাড়া যে শিক্ষা সে শিক্ষা কোন শিক্ষাই না। শিক্ষা দুই প্রকার- একটা দুনিয়ামুখি শিক্ষা আর একটা দুনিয়া ও আখেরাতমুখী শিক্ষা। দ্বীনি শিক্ষাই প্রকৃত শিক্ষা। বাংলাদেশ মুজাহিদ কমিটি লালমোহন উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে গত রোববার রাত ৮টায় লালমোহন বাজারে মুক্তিযোদ্ধা অ্যাভিনিউতে বাংলাদেশ মুজাহিদ কমিটি লালমোহন উপজেলা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, বর্তমানে দেখা যায় টেন্ডারবাজী, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে, মুরুব্বীদের রাস্তাঘাটে অপমান করছে। কেউ প্রতিবাদও করার সাহস পায় না। ফেরাউন জ্যান্ত মানুষকে হত্যা করত।
মানুষের রক্ত দিয়ে হলি খেলত। এভাবে অত্যাচারের মাধ্যমে ৭৫০ বছর রাজত্ব করেছে একদিনের জন্যও তার সর্দি জ্বরও হয় নাই। এত আরাম আয়াসে থেকেও যখন তার হায়াত শেষ হয়েছে তখন আল্লাহ তাকে নীল নদে চুবাইয়া মারছে।
নমরুদকে সামান্য মশা দ্বারা শাস্তি দিয়ে মারছে। সাদদাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দুনিয়াতে বেহেস্ত তৈরি করেছে। কিন্তু যখনই সে তার তৈরি বেহেস্তে যাবে সে সময়ই আজরাইল তার সামনে এসে জান কবজ করেছে। অত্যাচার নির্যাতন করে কেউ টিকতে পারে না। সেক্ষেত্রে মহান আল্লাহর শক্তিই কাজ করেছে।
দুনিয়ার কোন শক্তি বা ক্ষমতাই আখেরাতে কোন কাজে আসবে না। তাই দুনিয়ার কোন ক্ষমতা কোন ক্ষমতাই না। আখেরাতের শক্তিই হল ঈমান আর আমল। দুনিয়ায় দলাদলী থাকলেও কবরে কোন দলাদলী নাই। এমময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ইসলামী আন্দোলন দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা জামাল, যুব আন্দোলন সাধারন সম্পাদক মাওলানা ঈমাম উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।