Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ ২ নারী র‌্যাবের জালে

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৮:১৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মোছাঃ রোজী আক্তার (৩৫) ও হাসি আক্তার খুশী (২৭)। এরমধ্যে রোজী আক্তার ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধীন বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী এবং হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ