Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সারে আক্রান্ত আ.লীগ নেতা বাদশাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর

ঝিনাইগাতী ( শেরপুর ) থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৪:২৬ পিএম

ক্যান্সারে আক্রান্ত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র নির্বাহী সদস্য, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দায়িত্বরত চিকিৎসকদের পরামর্শে তাকে বিএসএমএমইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পারিবারিক সূত্র জানায়, গত ৮ নভেম্বর ভারতের চেন্নাই থেকে ফেরত আসার পর
থেকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসায় কিছুটা উন্নতি হয় আওয়ামী
লীগ নেতা বদিউজ্জামান বাদশার। গত কদিন যাবত তিনি মুখ দিয়ে তরল খাবার
খাচ্ছিলেন। দেখতে যাওয়া পরিচিতজনদের চিনে ইশারায় কথা বলতেও চেষ্টা
করেছেন। এখন বিএসএমএমইউ-তে কিছুদিন পর্যবেক্ষণের পর তার চিকিৎসার পরবর্তী
করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। বদিউজ্জামান বাদশার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ