রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
২২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের মাথাভাঙ্গা নদীর ওপর নতুন নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) সড়কে ৭৯তম কিলোমিটারে ২২ কোটি ৪০ টাকা ব্যয়ে মাথাভাঙা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নতুন নির্মিত সেতুর ভার্চুয়াল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে উদ্বোধনের পর এ সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়।
সেতু ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, চুয়াডাঙ্গা পুলিশ জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন আক্তার, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের
উপ-বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।