পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : ডিএসই পরিদর্শন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন এডিবির প্রাইভেট সেক্টর ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন ও প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের মিশন প্রধান মিস ক্রিস্টিন ইংস্ট্রম, সিনিয়র ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট আসিফ চিমা ও ফিন্যানশিয়াল সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার ও বাংলাদেশ রেসিডেন্ট মিশনের পক্ষে বিদ্যুৎ কুমার সাহা। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন-পরবর্তী তালিকাভুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হতে কাজ চলছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে অত্যাধুনিক ট্রেডিং সফটওয়্যার চালু করা হয়েছে। এ সময় তিনি ডিএসইর উন্নয়নে নেয়া নানা উন্নয়নের কথা তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।