Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

গফরগাঁও (ময়মণসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গফরগাঁও উপজেলায় কথাবার্তার পর এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মহির খারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. জাহিদ হাসান ওরফে শান্ত (৩০) উপজেলার মহির খারুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি স্থানীয়ভাবে ডিশ ব্যবসায়ী।
জানা যায়, রাত পৌনে ১০টার দিকে মহির খারুয়া বাজারে জাহিদ হাসানের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় কায়সার। কথার একপর্যায়ে কায়সার উত্তেজিত হয়ে জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মো. জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এমণ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ