রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনার চাটমোহরে জমি নিয়ে এক সংঘর্ষে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চিনাভাতকুর গ্রামের মৃত ইরাদ আলী দুই ছেলে খলিল হোসেন ও হযরত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে উভয়ের মধ্যে গত শুক্রবার সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত গং খলিল গংদের ওপর হামলা করে। তাদের চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন, খলিল হোসেনের ছেলে মোস্তফা (৩৫), মফিজ উদ্দিন (৩০), আব্দুল মতিন (৪২), মৃত শীতল প্রামানিকের ছেলে সাইদুল ইসলাম (৫০), সাইদুল ইসলামের ছেলে ভোলা প্রাং (৩২), মৃত ইরাদ আলীর ছেলে হযরত আলী (৬০) এবং ভোলা প্রামানিকের স্ত্রী খুশি খাতুন (২০)। সবার বাড়ি চিনাভাতকুর গ্রামে। আহতরা একে অপরের আত্মীয়।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।