Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে নারীসহ ১৩ আসামি গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট
থানা পুলিশ। জানা যায়, গোয়ালন্দঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯ জন পরোয়ানাভুক্ত ও ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মজিদ শেখেরপাড়ার মৃত মোবারক মোল্লার ছেলে আব্বাস আলী মোল্লা (৪৬), অম্বলপুর গ্রামের নুরু মোল্লার ছেলে সরোয়ার মোল্লা, নুরু মোল্লা, হাউলি কেউটিল গ্রামের কুদ্দুস কাজীর ছেলে জাকির কাজী, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত কমরউদ্দিন শেখের ছেলে ইমরান শেখ (২৭), উজানচর নতুনপাড়ার রুস্তম আলী বিশ্বাসের বড়ো ছেলে ওহিদুল বিশ্বাস, ছোটো ছেলে শহিদুল বিশ্বাস, শাহাদাৎ মেম্বারপাড়ার মেছের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৩), দৌলতদিয়ার মৃত শওকত সরদারের ছেলে ফররহাদ (৩০), নিলু শেখের পাড়ার মৃত আজগর মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল (৪০), নলডুবি গ্রামের অসকর আলীর ছেলে ইমদাদুল খান (২৫), শাহাদাৎ মেম্বার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২৭), উওর দৌলতদিয়ার সাইদুল শেখের স্ত্রী রাহেলা বেগম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে গতকাল শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ