Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে নিহত ২

নির্বাচন পরবর্তী সহিংসতা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইজন নিহত হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাছির উদ্দীন মোল্লা ও রাতুল নামে দুইজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুল্লা ও সূয়াপুর ইউনিয়নে।

নিহত নাছির উদ্দীন মোল্লা সূয়াপুর ইউনিয়নের কুরুঙ্গীচর গ্রামের বাসিন্দা এবং নিহত রাতুল কুল্লা ইউনিয়নের বরাকৈর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী হাজী আব্দুর রশিদের ছেলে।
সরেজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কুল্লা ইউনিয়নের হীরা নদী কুল্লা গ্রামের চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোলায়মানের সমর্থকের সাথে পাল্লীর বরাকৈর গ্রামের মো. ইব্রাহীমের ছেলে সুজনের পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে বরাকৈর গ্রামের হাজী আব্দুর রশিদের দুই ছেলে রাতুল ও অর্নবকে কুল্লা ইউনিয়নের একটি খামার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সুজন ও সঙ্গে থাকা তার বাহিনী।
ঘটনাটি এলাকার লোকজন জানতে পেরে তাদের উদ্ধারে এগিয়ে আসলে সুজন ও তার সাথে থাকা লোকজন পালিয়ে যায়। গ্রামবাসী রাতুল ও অর্নবকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাতুলকে মৃত ঘোষণা করে এবং রাতুলের ভাই অর্নবকে আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত অর্নবের অবস্থা খুবই গুরুতর।
অপরদিকে, সূয়াপুর ইউনিয়নে নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে কুরঙ্গীচর এলাকার মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মো. গোলাম মোস্তফা ও তার প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার সাথে জড়িত একই গ্রামের মো. নাসিম উদ্দিন মোল্লা ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত ছিল।
ধামরাই থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে রাতুল ও তার ভাই অর্নবকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতলে নেওয়ার পর রাতুল মারা যায় এবং অর্নবকে গুরুতর আহত অবস্থায় এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলার সূয়াপুর ইউনিয়নে দুই মেম্বারের জয়-পরাজয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. নাসিম উদ্দিন মোল্লা ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ