Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় ১৩টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২য় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাতে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস থেকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিসের ঘোষিত ফলাফলে জানা গেছে, ভোমরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির ইসরাইল গাজী মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী নৌকা প্রতীকের শহীদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৭০৮ ভোট। ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আব্দুল কাদের ৪ হাজার ৫৯৯ ভোটে নির্বাচিত হয়েছেন। বৈকারী ইউনিয়নের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু মো. মোস্তফা কামাল মোটরসাইকেল প্রতীকে ১০ হাজার ২৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কুশখালী ইউনিয়নে জামায়াতের মোহাম্মদ আব্দুল গফফার স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীকে ৪ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাঁশদহা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মফিজুর রহমান ৫ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ আনারস প্রতীকে ৭ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঝাউডাঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আজমল উদ্দীন ১০ হাজার ৬১৬ পেয়ে জয়ী হয়েছেন। লাবসা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম আনারস প্রতীকে ১৬ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বল্লী ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. মহিতুল ইসলাম আনারস প্রতীকে ৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আগরদাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কবীর হোসেন টেবিল ফ্যান প্রতীকে ৭ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লুৎফর রহমান আনারস প্রতীকে ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধুলিহর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী আনারস প্রতীকে ৮ হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী মো. আলাউদ্দীন ৭ হাজার ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ