Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেল ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এডভোকেট মোরাদের মুক্তির দাবী

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৬:৩৫ পিএম | আপডেট : ৭:০০ পিএম, ১২ নভেম্বর, ২০২১

তেল ও সকল দ্রব্য মূল্য বৃদ্ধির এবং বিএনপি নেতা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মোরাদকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিকেলে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হকু রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলী, সহসভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহ্বায়ক প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাহমুদুল হক রুবেল বলেন, সরকার দেশ চালাতে প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। তবে একটি ক্ষেত্রে সরকার সফল হয়েছে বিরোধী দলকে দমন পীড়ন করা আর ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা। মনে রাখতে ক্ষমতার মসনদে থাকা আর বেশী দিন নেই। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেশে গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠা করা হবে। তিনি নির্বাচনের কেন্দ্রে ভোট দিতে যাওয়ায় বিএনপি নেতা ও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মোরাদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে দ্রুত তার মুক্তি কামনা করছি।
সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, সরকার যেভাবে সারা, তেল ও দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, তাতে দেশের মানুষের নাবিশ্বাস উঠেছে। জনগন যদি ভোট দিতে পারে তাহলে এ সরকার ২০ টি আসনও পাবে না। তাই আমরা জনগনের ভোট জনগনের হাতে ফিরিয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ