Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালামীযের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা মানবতা-মনুষ্যত্বে বলিয়ান হলে ব্যক্তিজীবন স্বার্থক হবে

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ৫:১৯ পিএম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা অনুষ্টানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের এই ব্যাধী দূর করতে হলে তালামীযে ইসলামিয়ার কর্মীদের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজ ও রাষ্ট্রে ইসলামী তাহযীব-তামাদ্দুনের চর্চা বাড়াতে হবে বহুগুণে। ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী আদর্শ ও সৌন্দর্যের চর্চা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীলবৃন্দকে সর্বপ্রথম নিজেকে আখলাকে হাসানা ও মানবিক গুণে গুণান্বিত করার মাধ্যমে নিজের ব্যক্তিসত্ত্বাকে সমৃদ্ধ করতে হবে। কেননা দুনিয়া ও আখিরাতে সফলতা নিভ্রত করে আখলাকে হাসানা ও মানবসত্ত্বার উপর। মানবতা-মনুষ্যত্বে বলিয়ান হলে ব্যক্তিজীবন স্বার্থক হবে। এজন্য মনুষত্বের চর্চা বাড়াতে হবে এবং সামাজিক ক্ষেত্রে এর পরিপূর্ণ প্রয়োগ ঘটাতে হবে।
শুক্রবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার কনফারেন্স হল রুমে আয়োজিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদ রাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক সাঈদের পরিচালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালামীযের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ। অনুষ্ঠানে প্রশিক্ষকের বক্তব্য রাখেন, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, মাওলানা আখতার আলী, দেওকলস মাইজগ্রাম দাখিল মাদরাসার সুপার মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আল-ইসলার সভাপতি মো. ফয়জুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন শাকুর, কারি সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মনজুর আহমদ। সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন লতিফি, সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল-ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন ও বিশ্বনাথ উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ