বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩য় ধাপে ইউপি নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আ’লীগ এক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার কাকড়াবুনিয়া ইউপির মো. মাহাবুব আলম স্বপন। অপরদিকে এই ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আ’লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম শানু, সাবেক চেয়ারম্যান এ.কে.এম মোজাম্মেল হক ও মাজাহারুল ইসলাম রাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বরের আগেই শারীরিক অসুস্থতার কারেন গত ৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার করেন এ.কে.এম মোজাম্মেল হক, ৭ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার করেন মাজাহারুল ইসলাম রাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শানু ৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ১১ নভেম্বর ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, তাঁকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।