Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৫:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা, ভৈরব ও নবগঙ্গা নদীসহ চারটি নদীর দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮-নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক যুগ্মসচিব ইকরামুল হক প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার ও পানি উন্নয়ন বোর্ড (পরিচালণ ও রক্ষনাবেক্ষণ) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আরিফ আহম্মেদ বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি ইকরামুল হক বলেন, ‘নদীকে বাঁচাতে হলে কি করণীয় আছে সেটি বলতে পারেন। কিন্ত, বাস্তাবয়ন করতে হবে আপনাদের। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ