Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে খামারিদের নিয়ে কর্মশালা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

প্রাণিসম্পদে সয়ংম্ভরতা অর্জিত হলেও এ খাতে দক্ষ জনবলের ব্যাপক ঘাটতি আছে। মাংস এবং দুধ বাজারজাত প্রক্রিয়াও আধুনিক হয়নি। এ সঙ্কট উত্তোরণে প্রাণিসম্পদ অধিদফতর ও ‘ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপি’ একটি যুগোপযোগী পদক্ষেপ বলে জানিয়ে এর আওতায় খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন করে প্রাণিসম্পদ খাতে দক্ষ জনশক্তি ও নতুন উদ্যোক্তা সৃষ্টি করা হবে বলে বরিশাল বিভাগীয় কর্মশালায় জানানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ আয়োজনে গতকাল নগরীর বিডিএস মিলনায়তনে কর্মশালায় এলডিডিপি প্রকল্পের আওতায় খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ সংক্রান্ত বরিশাল বিভাগীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত জনশক্তি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সরকার এ খাতকে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ খাতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে সরকার উদ্যোক্তা সৃষ্টি করছে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রান্তিক মানুষদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। তৃণমূল মানুষদের দক্ষ জনশক্তিকে পরিণত করতে না পারলে জাতিকে সামনে এগিয়ে নেয়া যাবে না। আগামীর লক্ষ্য তৃণমূল মানুষদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। এভাবে আমরা টেকসই উন্নয়ন করতে চাই।
প্রাণিসম্পদ অধিদফতরের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেনÑ ন্যাশনাল এনিমেল হেলথ বিশেষজ্ঞ একেএম মোস্তফা আনোয়ার। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেনÑ এফএওর কারিগরি বিশেষজ্ঞ জুলিয়াস মাকামি, পিএইচডি ন্যাশনাল কনসালটেন্ট খান মো. শহিদুল হক।
উল্লেখ্য, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ৬১টি জেলায় গাভীর ৩ হাজার ৩৩৪টি, গরু মোটাতাজাকরণের ৬৬৬টি, ছাগল ও ভেড়ার ৫০০টি এবং দেশি মুরগির ১ হাজারসহ মোট ৫ হাজার ৫০০টি প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রডিউসার গ্রুপ সমূহে ১ লাখ ৬৫ হাজার পরিবার সংযুক্ত হবে। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের প্রান্তিক খামারিদের বিভিন্ন ভেল্যু চেইন ভিত্তিক প্রডিউসার গ্রুপে যুক্ত করে তাদের জ্ঞান ও প্রযুক্তিগত, বাজারজাতকরণ, ঋণ ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ