Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ

আটক ৭

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মোংলায় তিনটি ট্রাক বোঝাই ৪ হাজার ২০ কেজি জেলি (অপদ্রব্য) পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছসহ ৭ জন মাছ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে রুপসা খানজাহান আলী টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দফতরের অপারেশন কর্মকর্তা লে. এ এম এস লুৎফর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধভাবে মুনোফালোভী কিছু চিংড়ি ব্যবসায়ীরা চিংড়ি মাছে বাগদা ও গলদা চিংড়িতে পুশ করে জেলি মিশ্রিত করে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিল। গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি দল বিসিজি স্টেশন রূপসাকে সাথে নিয়ে খানজাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। ব্রিজ এলাকা দিয়ে ৩টি ট্রাক দ্রুত চলে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করে কোস্টগার্ড। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ট্রাকসহ চিংড়িতে পুশকরা ৭জন অবৈধ মুনাফালোভী ব্যবসায়ীকে আটক করে। তাদের ট্রাক তল্লাশি চালিয়ে জেলি পুশকৃত ৪ হাজার ২০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে।
পরবর্তীতে নির্বাহী ম্যজিস্ট্র্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত হেলপার ও ড্রাইভারসহ ৬ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জেলি পুশকৃত চিংড়ি মাছগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয়। আটককৃত ট্রাক তিনটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ