Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে লঞ্চ থেকে ফেলে দেয়ায় স্বামী আটক

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে স্ত্রী মরিয়ম বেগমকে (৩৮) লঞ্চ থেকে ফেলে দেওয়ায় তার স্বামী হামিদ মোল্লাকে (৪২) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের পাচৈ গ্রামের মোল্লা বাড়ি থেকে হামিদকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হামিদ একই গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি কবিরাজ হিসেবে পরিচিত।

মরিয়ম জেলার ফরিদগঞ্জ উপজেলার মানরী গ্রামের মো. হোসেনের মেয়ে।

গন্ধব্যপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির হোসেন জানান, সোমবার সকাল ৭টায় হামিদ তার স্ত্রী মরিয়মের চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথে লঞ্চ থেকে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দেন হামিদ। রাতে তিনি একা ফিরলে বাড়ির লোকজন মরিয়ম কোথায় জানতে চান। এসময় তিনি প্রথমে বলেন, লঞ্চ ডুবে মরিয়ম নিখোঁজ হয়েছেন। আবার বলেন, লঞ্চে আগুন লেগেছে।

এতে সন্দেহ হওয়ায় বাড়ির সদস্যরা তাকে চাপ দিলে তিনি লঞ্চ থেকে স্ত্রীকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, নিখোঁজ মরিয়মকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে হামিদ মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ