Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ না লিখতে আদেশ আদালতের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ৮:১৩ পিএম | আপডেট : ৮:১৩ পিএম, ১০ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম আদালত এবং জেলা প্রশাসনের কার্যালয় নিয়ে থাকা কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ হিসেবে উল্লেখ না করতে আদালত অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। বুধবার চট্টগ্রামের দেওয়ানী আদালতের প্রথম সহকারী জজ ইসরাত জাহান এ আদেশ দিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ৭ নভেম্বর ওই আদালতে প্রতিনিধিত্বমূলক একটি মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন। মামলায় জেলা প্রশাসককে বিবাদী করে বলা হয়, বর্তমান জেলা প্রশাসক চট্টগ্রামে যোগদানের আগে সকল সরকারি নথিতে পাহাড়টিকে ‘কোর্ট হিল’ হিসেবে উল্লেখ করা হতো।
কিন্তু সম্প্রতি সেটা পরিবর্তন করে পরীর পাহাড় লেখা হচ্ছে। পরীর পাহাড় নামকে বেআইনি ঘোষণা করে এই নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত এ বিষয়ে জবাব দিতে বিবাদিদের তিন দিনের সময় দিয়েছিলেন।
মামলার বাদী জিয়াউদ্দিন বলেন, বিবাদীপক্ষ জবাব দাখিলে সময় চেয়েছেন। আদালত সময় মঞ্জুর করেছেন। একইসঙ্গে আদেশ দিয়েছেন, কোর্ট হিলকে পরীর পাহাড় হিসেবে প্রচার, নথিপত্রে উল্লেখ এবং পত্র বিনিময়ের ওপর অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা থাকবে। বিবাদীপক্ষ যখন জবাব দাখিল করবেন তখন এ বিষয়ে শুনানি শেষে পূর্ণাঙ্গ আদেশ দেবেন।
মামলার আরজিতে বলা হয়, চট্টগ্রামের আদালত ভবন এলাকা শতবর্ষ থেকে কোর্ট হিল নামে পরিচিত। সরকারি বিভিন্ন দলিলপত্রেও এ নামটি রয়েছে। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন ব্যানার, ফেস্টুনে কোর্ট হিলের পরিবর্তে পরীর পাহাড় লেখা হচ্ছে।
অথচ চট্টগ্রামের কোর্ট হিলে প্রথম যে লাল দালানটি হয়, সেটিকে চট্টগ্রামবাসীসহ দেশের মানুষ কোর্ট বিল্ডিং হিসেবে চেনে। আর পাহাড়টিকে (আদালত ভবন যে পাহাড়ে অবস্থিত) কোর্ট হিল বলেই সরকারি-বেসরকারি দলিলপত্রে লেখা হয়ে আসছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর এক চিঠিতে, ২০০৭ সালের ৫ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অনুমোদনপত্রেও এ এলাকাকে কোর্ট হিল হিসেবে উল্লেখ করা হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ