Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের ডিসি জাহিদুল ইসলামের দাফন গোপালগঞ্জে সম্পন্ন

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে আজ সকাল ১০টার দিকে শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদ হাসান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল-আমিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুসহ কয়েকটি জেলার প্রশাসক, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

পরে তার কফিনে জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, মাদারীপুর, শরিয়তপুর, বাগেরহাট, পিরোজপুরসহ কয়েকটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাসিক সভা শুরুর আগ মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন জাহিদুল ইসলাম। বাংলাদেশ সিভিল সার্ভিসেস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচে চাকরিতে যোগ দেন তিনি। এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জাহিদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ