Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : অভ্যন্তরীণ বিরোধের জেরে গাইবান্ধায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার ভোর থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণসহ দূরপাল্লার সকল রুটে যাত্রী ও পণ্য বহনকারী যানবাহন বন্ধ রয়েছে।

জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক কাজী মকবুল হোসেন জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হয়ে গাইবান্ধার বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু হঠাৎ করে অনিয়মতান্ত্রিকভাবে গাইবান্ধা জেলা মটর মালিক সমিতিভুক্ত লোকাল, গেইটলক ও দূরপাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় গোবিন্দগঞ্জ উপজেলা পরিবহন সমিতি। এর প্রতিবাদে জেলার সকল রুটে চলাচলকারী পরিবহন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

এতে জেলার অভ্যন্তরীণসহ দূরপাল্লার সকল রুটে যাত্রী ও পণ্য বহনকারী সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ