Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইতে শ্রমিকবাহী বাস খাদে, আহত ৩৫

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে আমতলা এলাকায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে অনন্ত ৩৫জন শ্রমিক আহত হয়েছে।

আহত শ্রমিকদের ধামরাই সরকারী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা গুরুত্বর।

আহত শ্রমিকরা জানান, ধামরাই- ধানতার সড়কের আমতলা এলাকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিক্সের শ্রমিক বহনকারী একটি বাস ধানতার বাজার এলাকা থেকে শ্রমিক নিয়ে কায়খানায় যাচ্ছিল।

শ্রমিক বহনকারী ওই বাস আমতলা এলাকায় আসলে হঠাৎ করে উল্টে খাদে পড়ে যায়।এ সময় এলাকাবাসী আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকসহ ধামরাই সরকারী হাসপাতালে পাঠিয়ে দেয়।

ধামরাই সরকারী হাসপাতালে ২২জন আহত শ্রমিক চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করলেও অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। আবার আহত শ্রমিকদের মধ্যে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ