Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে লাল মোরগের ঝুঁটি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে নূরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। ২০১৪-১৫ সালের সরকারি অনুদানে পান্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নূরুল আলম আতিক। সিনেমাটি ১০ ডিসেম্বর মুক্তি দেয়া হবে বলে পরিচালক জানান। সিনেমাটিতে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল,স্বাগতা, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ। নূরুল আলম আতিক বলেন, ‘আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা। প্রযোজক মাতিয়া বানু শুকু বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে ‘লাল মোরগের ঝুটি’কে বলবো সিনেমার মুক্তিযুদ্ধ। নির্মাণ প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকাতার পরও আমরা সিনেমাটি শেষ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ